১.আমার সবচে বড়ো পাওয়া হলো, আজ ঘুম থেকে উঠে আমি হেঁটে গিয়ে দাঁত ব্রাশ করতে পেরেছি। অনেকের কিন্তু আজ ঘুম ভাঙেনি।
২. আমরা ভয় পাচ্ছি টেকনোলজির বিপ্লবে মানুষ হেরে যাবে। তা কখনোই হবে না। কারণ মানুষই মেশিন তৈরি করতে পারে, মেশিন মানুষ তৈরি করতে পারে না।
৩. কান্নাকাটি সমস্যার সমাধান করে না। যদি করতো আমি সারাদিন কান্নাই করতাম।
৪. পৃথিবী যদি শুধু মেধাবীদের হতো, তাহলে আমার জন্য কোনো কাজ থাকতো না। আমি বেকার অবস্থাতেই দুনিয়া থেকে বিদায় নিতাম।
৫. দুনিয়াতে ‘সহজ’ কোনো দিন নেই। একমাত্র সহজ দিন ছিল গতকাল। আজকের দিনটি কঠিন, আগামীকাল হবে কঠিনতর।।
৬.তবে কঠিন আগামীকালটি পার করতে পারলে পরশু হবে অসম্ভব সুন্দর একটি দিন।
৭. মানুষ চাঁদকে ভালোবেসেছিল বলে চাঁদে যেতে পেরেছে। পাখিকে ভালোবেসেছিল বলে আকাশে উড়াল দিতে পেরেছে। সফল হওয়ার আগে কাজটিকে ভালোবাসতে হবে।
৮. মানুষের গড় আয়ু পঁচাত্তর। এর মধ্যে আসলে সে বাঁচে পঁচিশ বছর, বাকি পঞ্চাশ বছর আমরা তাকে কবর দিতে অপেক্ষা করি মাত্র। এ পঞ্চাশ বছর হচ্ছে অলসতা আর অকর্মের দীর্ঘ সময়।
৯. নিজের জন্য বুঁদ মানুষ একা বাঁচে, একা খায়, একা ঘুমায়, একা মারা যায়৷ যুথবদ্ধ মানুষ, যে এমন কি রেল স্টেশনে অনেকের সাথে ঘুমায়, সে মারা গেলে তাকে ঘিরে আর কেউ না হোক, স্টেশনের ঘুমের সঙ্গীরা কাঁদে।
১০. ‘আই কিউ’ নয়, আমাদের দরকার ‘এল কিউ’। মানে ‘লাভ কিউ’। কারণ ‘আই কিউ’ আণবিক বোমা আবিষ্কার করে, আর ‘লাভ কিউ’ মাদার তেরেসাকে কলকাতার রাস্তায় নামায়, কুষ্ঠ রোগীর সেবা করার জন্য।
১১. কাউকে কাজে নেওয়ার সময় আমি ভাবি, আমি তাঁর কাছ থেকে শিখতে পারবো কি না?
১২.CEO বলতে আমি Chief Executive Officer বুঝিনা, আমি বুঝি Chief Education Officer. তিনি আমাকে শেখাবেন।
১৩. টিমে কাজ করা মানে সবাই সমান। হোক তা দলের প্রধান কিংবা টি বয়। মহাকাশ গবেষণা কেন্দ্রে গিয়ে প্রেসিডেন্ট কেনেডি এক ঝাড়ুদারকে জিজ্ঞেস করেছিলেন, “আপনি এখানে কী করছেন?” উত্তর এসেছিলো, “মি. প্রেসিডেন্ট, আমি একজন মানুষকে চাঁদে পাঠানোর কাজে সাহায্য করছি।”প্রতিষ্ঠানে সবার অবদান থাকে, তাই সম্মানেও তাঁর ভাগ থাকে।
১৪. আমার কাজে না লাগলে আমি এমন কি সহকর্মী হিসেবে আইনস্টাইনকেও চাই না। আমি চাই তাঁকে, যিনি আমার কাজটা ঠিকভাবে করে দেবেন।
১৫. আমার মৃত্যুর পর যদি হাজার মানুষ না কাঁদে, তবে এ জন্ম বৃথা।
( বিভিন্নজনের অভিজ্ঞতা/বক্তৃতা থেকে আমার এ বিশ্বাসগুলোর জন্ম। এর মধ্যে বারাক ওবামা কিংবা জ্যাক মা যেমন রয়েছেন, তেমন আছেন রিকশা চালিয়ে হাসপাতাল গড়ে তোলা ময়মনসিংহের সাধারণ কিন্তু ‘অসাধারণ’ জয়নাল ভাই।)
#আসুনমায়াছড়াই।(পোস্টটি ক্রেডিট দিয়ে শেয়ার/কপি করা যাবে।)