আমার বিশ্বাসগুলো-০৩

১. আমি যখন হাসছি, তখন কজন আমার সাথে হাসছে তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। আমি যখন কাঁদছি, তখন কটা হাত আমার চোখের জল মোছার জন্য এগিয়ে এলো সেটাই গুরুত্বপূর্ণ।

২. আমার সময় নেই, এটা একটি বাজে অজুহাত।কয়েকদিনের ঘুম, টেলিভিশন দেখা আর ইন্টারনেট ব্রাউজিংয়ের ইতিহাস দেখলেই এটা প্রমাণিত হবে।

৩. দুনিয়ার সবার সাথে যদি কারো বন্ধুত্ব হয় তা আসলে বন্ধুত্ব না সুবিধাবাদিতা।

৪. মানুষ যখন কাকের স্বভাব পাবে, তখন কোনো অশান্তি থাকবে না। কারণ কাকই একমাত্র প্রাণি, যাদের একজন মারা গেলে শতশত কাক চারিদিকে জড়ো হয়ে কান্না করে।৫. জীবন হচ্ছে সংগীতের মতো। কখনো তা উচ্চ লয়ে বাজবে, কখনো তা নিচু লয়ে। কিন্তু শেষ কথা হচ্ছে সংগীত একটি চমৎকার বিষয়।

৬.”একটা সময় আমি আমার মাকে টেবিল ভর্তি খাবার খেতে দেবো। শহরের সেরা খাবার”- এ একটি প্রতিজ্ঞাই যথেষ্ট। আর কিছু লাগবে না। কারণ আমাদের বেশির ভাগ মায়েরা জীবন কাটান স্বামী-সন্তানের খাওয়া শেষ হলে ডেকচিতে পড়ে থাকা তলানি খেয়ে।৭.অ্যালার্ম দিয়ে যদি ঘুম থেকে উঠতে না পারা যায়, তবে তা না দেওয়াই ভালো। কারণ এতে দিন শুরুই হয় শপথ ভঙ্গের মধ্য দিয়ে।

৮. মহত্ব মেটারনিটি ওয়ার্ডে জন্ম নেয় না, তা জন্ম নেয় মানুষের মনে। (১.বিভিন্নজনের অভিজ্ঞতা/বক্তৃতা থেকে আমার এ বিশ্বাসগুলোর জন্ম। এর মধ্যে অনেক বিখ্যাত মানুষ যেমন আছেন, তেমন রয়েছেন রিকশা চালিয়ে হাসপাতাল গড়ে তোলা ময়মনসিংহের সাধারণ কিন্তু ‘অসাধারণ’ জয়নাল ভাই। তবে কিছু বিশ্বাস একেবারেই নিজস্ব।২.পোস্টটি শেয়ার করার জন্য উম্মুক্ত)

#আসুনমায়াছড়াই