আমার বিশ্বাসগুলো -১০
১. পৃথিবীতে মেধার সংকট আসলে নেই। এটা টেবিলে নুনের বাটির মতোই সহজলভ্য। সমস্যা হচ্ছে মেধার ব্যবহার।
২.স্মার্ট হওয়ার সবচে সহজ পথ হচ্ছে নিজের চেয়ে স্মার্ট লোকের সাথে মেশা।
৩. আমার মেয়ে বললো,”বাবা, আমাদের জেনারেশন তোমাদের চে অনেক বেশি স্মার্ট।”আমি বললাম, “কীভাবে?”সে জবাব দিলো, “আমাদের জেনারেশনে কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, সোশাল মিডিয়া আছে, শিগগির মানুষ মঙ্গল গ্রহে যাবে, তোমাদের সময় এগুলো ছিল না।”আমি হাসতে হাসতে উত্তর দিলাম, “বাট ইয়াং লেডি, এ ব্যাপারগুলো কিন্তু আবিষ্কার করেছে আমাদের জেনারেশন।”
৪. সময় ম্যানেজ করার সেরা উপায় হলো অপ্রয়োজনীয় ব্যাপার/অনুরোধ/অনুষ্ঠানকে না বলা।
৫. প্রকৃতিগতভাবে মানুষ আসলে চ্যালেঞ্জ ভালোবাসে। নয়তো সে আর যাই করুক, বিয়ে করে সংসার যুদ্ধে জড়াতো না।
৬.যত চেষ্টাই করা হোক না কেন, রাতারাতি সাফল্য আসে না। এমন কি সন্তান লাভের জন্যও আমাদের দশমাস অপেক্ষা করতে হয়।
৭. আমাদের সবচে বড়ো ভুল হচ্ছে ক্লাশ রুমের বাইরের ব্যাপারগুলো না শেখা। বাইরের জগত পুরো আলাদা। সেখানে টেকার শিক্ষাও আলাদা।
৮. মধ্যবিত্তের সংকট হচ্ছে অন্যের বিলাসের সাথে প্রতিদ্বন্দ্বীতা।
৯.বই পড়া ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে, মানসিকভাবে আত্মহত্যা করা।
১০. বাচ্চার ভবিষ্যত ধ্বংস করার জন্য তাদের সামনে মা-বাবা ঝগড়া করাই যথেষ্ট। (পাদটীকা: ১.বিভিন্নজনের অভিজ্ঞতা/বক্তৃতা থেকে আমার এ বিশ্বাসগুলোর জন্ম। এর মধ্যে অনেক বিখ্যাত ব্যক্তি যেমন আছেন, তেমন রয়েছেন রিকশা চালিয়ে হাসপাতাল গড়ে তোলা ময়মনসিংহের সাধারণ কিন্তু ‘অসাধারণ’ জয়নাল ভাই। আবার কিছু বিশ্বাস একেবারেই নিজস্ব।
২.পোস্টটি শেয়ার করার জন্য উম্মুক্ত। তবে ক্রেডিট দিলে কৃতার্থ থাকব।)