১.মানুষের ‘অকৃত্রিম’ জীবন হচ্ছে তার মুখে কথা না ফোটা পর্যন্ত। এরপরের জীবনের বিশাল একটি অংশ অভিনয়।
২. এক ঠিকানায় থাকার পরেও সন্ধ্যার পর বাবা কোনো কারণ ছাড়া বাড়ি না থাকলে সে বাড়ির বাচ্চারা খুব কম মানুষ হয়। বাবাহীন সন্ধ্যা মানে শৃংখলাহীন সন্ধ্যা।
৩. আমার যদি ফিরে যাওয়ার মতো অনবদ্য স্মৃতি না থাকে, তাহলে আমি মহা দূর্ভাগা।
৪. সবচে সুন্দর শপথ বাক্য হচ্ছে, “আমি প্রতিদিন একটু বেশি ‘সুন্দর’ হবো। গতকালের চে আজ আমি অধিক সুন্দর, আগামীকাল হবো সুন্দরতর।”
৫. খেতে বসে যিনি আগে নিজের পাতে খাবার তুলে নেন, তিনি আর যাই হন, কখনোই ভালো নেতা হবেন না।
৬. নিজেকে নিজে প্রশ্ন করলে অনেক ভুল থেকে আমরা রক্ষা পেতে পারি। নিজের ড্রেসিং টেবিলের আয়নার চেয়ে বড়ো শিক্ষক আর নেই।
৭. সাপের কামড়ে আসলে মানুষের ক্ষতি হয় না, সেটা হয় সাপের বিষ শরীরে ছড়ালে। একইভাবে অন্যের হিংসা, দ্বেষ আপনার কোনো ক্ষতি করবেনা, যদি না আপনি তা আপনার হৃদয়ে ছড়াতে দেন।
৮. আর্থিক সততাই শেষ কথা নয়, এর সাথে মানসিক সততাও যুক্ত হতে হবে। অর্থের বিনিময়ে ফেভার করা আর স্বজনপ্রীতির কারণে ফেভার করা-দুটোই সমান অপরাধ।
৯. ‘আগামীকাল’ শুরু করতে হবে আজ রাতে, এটা না করলে পরদিন শুধু মোজা খোঁজার জন্যই অফিস টাইম মিস করবেন।
১০. প্রথম খারাপ কাজটি করার সাথে সাথেই মানুষ মারা যায়। তারপর যে শরীরটি চলাফেরা করে, তা কেবল-ই শরীর। তাতে আত্মা থাকে না।
(পাদটীকা: ১.বিভিন্নজনের অভিজ্ঞতা/বক্তৃতা থেকে আমার এ বিশ্বাসগুলোর জন্ম। এর মধ্যে অনেক বিখ্যাত ব্যক্তি যেমন আছেন, তেমন রয়েছেন রিকশা চালিয়ে হাসপাতাল গড়ে তোলা ময়মনসিংহের সাধারণ কিন্তু ‘অসাধারণ’ জয়নাল ভাই। আবার কিছু বিশ্বাস একেবারেই নিজস্ব। ২. সন্ধ্যার পর বাবা বাড়ির বাইরে থাকার ব্যাপারটা আসলে যারা অকারণে বাইরে থাকেন, খুব একটা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করেন না তাঁদের কথা বলা হয়েছে ৩.পোস্টটি শেয়ার করার জন্য উম্মুক্ত। তবে ক্রেডিট দিলে কৃতার্থ থাকব।)