এই দের ঘণ্টা চোখ বন্ধ করে জীবনে বিনিয়োগ করুন । জীবন পাল্টে যাবে ইনশা আল্লাহ ।অনেক ভেবেও আজকের এই গল্পটার শিরোনাম আমি খুঁজে পাইনি ।যাই দিব ভেবেছি, তাই কম হবে বলে মনে হয়েছে । আমি নিশ্চিত করে বলতে পারি আগামী দেড় ঘণ্টা আপনার জীবন কে নতুন কিছু দিতে যাচ্ছে । যার গল্প তার আইডি কমেন্টস এ ।
Posted by RJ Kebria on Tuesday, 3 March 2020

আর জে কিবরিয়া ভাইকে একটি ইন্টারভিউ দিয়েছিলাম।( Md Golam Kebria Sarkar ) সেটির মূল ভিডিওর ভিউ আজ চার মিলিয়ন ছাড়িয়ে গেলো। (একচল্লিশ লাখ।) এছাড়া এটি ছোট ছোট ক্লিপ করে নিজের পছন্দের অংশ ছেড়েছেন অনেকেই। আমার চোখে পড়া এরকম বিচ্ছিন্ন ক্লিপ দেখেছেন আরো প্রায় দশ লাখ মানুষ।এটির অডিও শুনেছেন আরো কয়েক লাখ শ্রোতা। আমার জীবনের অতি সাদামাটা গল্প যে এমন আলোড়ন তুলবে তা আমি কল্পনাই করিনি। এটা একদিকে আমাকে আনন্দিত করে, আবার একই সাথে বিপণ্ণও করে। কারণ পঞ্চাশ লাখের উপর মানুষ তাঁদের বিশ্বাসের ভার আমার কাঁধে তুলে দিয়েছেন- এ বোঝা বহন করা যে কতটুকু কঠিন আমিই শুধু তা বুঝি। ধন্যবাদ কিবরিয়া ভাই, আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি। সেটা দেওয়া এ পোস্টের অন্যতম উদ্দেশ্য। সময় থাকতে কৃতজ্ঞতা জানিয়ে ফেলা ভালো। কারণ পরের মুহূর্তটুকু আসলে আমাদের হাতে আছে কি না তা আমরা জানি না। ধন্যবাদ সবাইকে। #আসুনমায়াছড়াই

Badal Syed
- August 13, 2020
- 7:40 am
- No Comments