Opportunity

সুযোগ

১. জানুয়ারি, ১৯৭৫.

আমেরিকায় Popular Electronics নামে একটি ম্যাগাজিন ‘মিনি কম্পিউটার’ নিয়ে একটি কভার স্টোরি প্রকাশ করলো।সেটি ছিল আলটেয়ার কোম্পানির ‘ Altair 8800’ মিনি কম্পিউটার। ফিচারটি পড়ে বিল গেটস হার্ভাডে পড়াশুনা ছেড়ে দিলেন।ড্রপ আউট হওয়ার উদ্দেশ্য, তিনি সফটওয়্যার বানাবেন। সামনের যুগ হচ্ছে মিনি কম্পিউটারের যুগ। তার জন্য সফটওয়্যার লাগবে।এ মাহেন্দ্রক্ষণ তিনি কাজে লাগাতে চান।ফলাফল- বিল গেটসের আজকের সম্পদের পরিমাণ ১১৩ বিলিয়ন ডলার।

২. প্রায় এক বছর পরের ঘটনা।

পহেলা এপ্রিল,১৯৭৬। স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রন ওয়েন ক্যালিফোর্নিয়ায় অ্যাপল কম্পিউটার কোম্পানি প্রতিষ্ঠা করলেন।দুই স্টিভের ছিল ৪৫% করে শেয়ার আর রন ওয়েনের ছিল বাকি দশ শতাংশ শেয়ার। কিন্তু মাত্র বার দিনের মাথায় রন তাঁর সে দশ ভাগ শেয়ার মাত্র ৮০০ ডলারে স্টিভদের কাছে বিক্রি করে দিলেন। কারণ ঝুঁকি নেওয়ার সাহসের অভাব। তাঁর সে দশ ভাগ শেয়ারের দাম এখন ১৩০ বিলিয়ন ডলার। অর্থাৎ বিল গেটসের আজকের সম্পদের চে বেশি। কিন্তু রন ওয়েন রয়ে গেছেন কপর্দকশূণ্য। আমেরিকার নেভাদায় সোশাল সিকিউরিটি ভাতা নিয়ে জীবন কাটছে তাঁর। আগেও একবার বলেছিলাম, ‘সুযোগ’ হচ্ছে দ্রুতগামী ট্রেনের মতো। সব মানুষের স্টেশনে তা থামে। সমস্যা হচ্ছে আমরা অনেকেই তা মিস করি।রন ওয়েনও ট্রেনটি মিস করেছিলেন। না করলে শুধু বসে থাকলেও তিনি আজ বিল গেটসের চাইতে বেশি ধনী থাকতেন।

(তথ্যসূত্র : ১. Steve Jobs by Walter Isaacson ২. Becoming Steve Jobs by Brent Schlender and Rick Tetzali. ৩. ফোর্বস ম্যাগাজিন (১৭/০৮/২০২০) ৪. পোস্টটি শেয়ার করা যাবে।#আসুনমায়াছড়াই