ডিপিএস ফর ফিউচার

আমরা কিছুদিন আগে শিক্ষার্থীদের একটি করুণ সমস্যা কাটানোর জন্য মাসে ৫০০ টাকার কর্মসূচি শুরু করার কথা বলেছিলাম।আজ পুরো ব্যাপারটা ক্লিয়ার করলাম।প্রাথমিক পোস্টে অনেকেই সাড়া দিয়েছেন। তাঁদের মন থেকে কৃতজ্ঞতা। আশা করি আরো অনেকেই এগিয়ে আসবেন। নিচে কর্মসূচিটি বর্ণনা করা হলো।আমাদের তরুণ শিক্ষার্থীদের সবচে অসহায় সময় কোনটা জানেন?শিক্ষাজীবন শেষ করে বের হওয়ার পরের সময়টা, যখন তারা জীবিকার সন্ধানে নামে।ছাত্রজীবনে তাদের খরচ পরিবার বহন করে। যতো কষ্টই হোক বাবা কিংবা মা এসময় তার পড়ার খরচ জোগাড় করেন। অনেক প্রতিষ্ঠান বৃত্তি দেন। কিন্তু যেই মাত্র শিক্ষাজীবন শেষ, সেই মুহূর্তে এ সাপোর্ট বন্ধ হয়ে যায়। পরিবার তখন আশা করে এত কষ্ট করে পড়ালাম, এবার ও নিশ্চয় নিজেই রোজগার করে আমাদের দেবে। অথচ ঠিক তখন কিন্তু শিক্ষার্থীদের টাকার বড় প্রয়োজন। তাকে বিভিন্ন জায়গায় চাকুরির আবেদন করতে হয়, সেখানে টাকা লাগে, চাকুরির পরীক্ষা দিতে যাবে, সেখানে টাকা লাগবে, ছোট্ট একটি ব্যবসা করবে, টাকা লাগে৷ কিন্তু তার হাত তখন খালি, বাড়ি থেকে টাকা চাইতে লজ্জায় মাথা নিচু হয়ে আসে, কোনো প্রতিষ্ঠান নেই যে তার পাশে দাঁড়াবে৷ কিন্তু টাকার যে তার খুব দরকার। নয়তো চাকুরির পরীক্ষাই দেওয়া হবে না, কয়েক বন্ধু মাথায় পাড়ার মোড়ে ছোট্ট একটি ফার্মেসি দেওয়ার প্ল্যান ছিল, তাও হবে না৷ কোথায় পাবে সে এ টাকা? বাবা এতদিন কত কষ্ট করে পড়িয়েছেন, এখন এসব ব্যাপারে তাঁর কাছে কি যাওয়া যায়? তিনিই বা কোত্থেকে দেবেন?এসময়টাই একজন শিক্ষার্থীর জন্য সবচে দুর্বিষহ। আপনি এরকম একজন ছাত্র কিংবা ছাত্রীর চোখের দিকে তাকান, সেখানে যে অসহায়ত্ব দেখবেন, তা ত্রিভুবনে আর দেখবেন না। মনে হবে, আহা! ওর জন্য যদি কিছু করতে পারতাম!এ চিন্তা থেকে মাথায় এলো আমাদের ছেলেমেয়েদের জন্য একটি ডিপিএস প্রজেক্ট করা যায় না? যা তিন বছর মেয়াদি হবে। এসময়টা শেষে তারা পঁচিশ হাজার টাকার মতো পাবে।এ টাকা তাদের কতো কাজে লাগবে ভেবে দেখুন। তারা ইন্টারভিউ ফেইস করা সহ আরো অনেক দরকারি কাজে টাকাটা লাগাতে পারে। যদি কয়েকজন মিলে ব্যবসা করতে চায়, তাহলে আমরা আরো কিছু এককালীন টাকা দিয়ে তা দাঁড় করিয়ে দিতে পারি। ঐ ব্যবসার জন্য আমরা আলাদা প্লাটফর্মও করে দেবো,যাতে রেডিমেড ক্রেতা পায়।আপনি যদি তিন বছর চালাতে না পারেন তবে যতদিন পারেন দেবেন, বাকি সময় আমরা অন্য ব্যবস্থা নেবো। শুধু জানিয়ে দেবেন কতদিন পারবেন।আমরা আপনার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।।আগামীকাল এটার জন্য আবেদন করার নিয়ম বলে দেওয়া হবে। তবে এ ব্যাপারে ব্যক্তিগতভাবে অনুরোধ করলে সে আবেদন সাথে সাথে বাতিল হয়ে যাবে৷ অনেক ধন্যবাদ ও শ্রদ্ধা। #আসুনমায়াছড়াই। ( পোস্টটি শেয়ার করা যাবে, কিন্তু আর্থিক ব্যাপার জড়িত বলে অবশ্যই ক্রেডিট দিতে হবে। নয়তো অনেকেই বিভ্রান্ত হতে পারেন।)