আমার বিসগ্বাসগুকো-০২
১. আমার সবকিছু কেড়ে নেওয়া সম্ভব, কিন্তু মগজ না। তাই ওটার পেছনে বিনিয়োগই সেরা বিনিয়োগ।
২. কাজের মধ্যে মৃত্যু অনেকের পছন্দ। আমারও তাই ছিলো। এখন মনে হয়, কাজের মধ্যে না, আমি মারা যেতে চাই অপূর্ব সুন্দর কোনো সমুদ্র সৈকতে। কারণ আমার বিশ্রামেরও প্রয়োজন আছে।
৩. তারুণ্যের চেয়ে বড়ো শক্তি আর কিছু নেই। এটি যদি কিনতে পাওয়া যেতো, আমি সবকিছুর বিনিময়ে তা কিনতাম।
৪. পরিবর্তন যা করার তা ত্রিশের নিচে যারা তারাই করবে, এরপর মানুষের সাহস থাকে না।তারা নিরাপত্তা আর নিশ্চয়তা খুঁজে। ঝুঁকি নেয় না।
৫. আমার সন্তান আমার উপদেশ শুনবে না। সে আমার উদাহরণকেই অনুসরণ করবে। আমি মদ খেলে সে দুধ খাবে না, মদই খাবে।
৬.যে সমস্যা আমি সমাধান করতে পারবো না, তা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই। আমি চিন্তা করবো যেটার সমাধান আমি করতে পারবো তা নিয়ে।
৭. পৃথিবীতে আমার চে বেশি স্মার্ট অনেকেই আছেন। তাঁদের হিংসা করে কোনো ফায়দা নেই, বরং তাঁদের অনুসরণ করলেই আমার লাভ।
৮. সামাজিক নিরাপত্তা ব্যক্তিগত নিরাপত্তার প্রথম শর্ত। আমার প্রতিবেশি সুখে না থাকলে পৃথিবীর কোনো দুর্ভ্যেদ্য দুর্গই আমাকে নিরাপত্তা দিতে পারবে না।
৯.আমার কাছে যদি দশ লাখ টাকা থাকে তা আমার টাকা। যদি এক কোটি টাকা থাকে তা হচ্ছে দুশ্চিন্তা। ওই টাকা রক্ষা করার দুশ্চিন্তা। আর যদি একশ কোটি টাকা থাকে তা আমার নয়, সমাজের টাকা। কারণ মানুষ আমাকে বিশ্বাস করেছে বলে আমার ব্যবসা এ আয় করতে পেরেছে। তাই এ টাকায় তাদের হক আছে। সুতরাং এ টাকার বড়ো একটি অংশ তাদের জন্য খরচ করতে হবে।
১০. শুধু সাফল্যের গল্প মানুষকে উচ্চাভিলাষী করে, ব্যর্থতার গল্প তাকে বাস্তববাদী বানায়। তাই দুধরনের গল্পই পড়তে হবে।
১১. অভিযোগ সমস্যার সমাধান করে না। আমাকে বাকিংহাম প্রাসাদের থাকতে দিলেও অভিযোগ বের করা যাবে। ব্যাপারটা হচ্ছে, অভিযোগকে না করে লেগে থাকাটাই হচ্ছে সমাধান। একেকটি অভিযোগ পার হওয়া মানে একেকটি সাফল্য।
১২. কাজ শেষে আমার বাড়ি ফেরার জন্য কেউ যদি অপেক্ষা না করে, সে সাফল্যের কানাকড়ি মূল্যও নেই।
১৩.’সুযোগ’ হচ্ছে দ্রুতগামী ট্রেনের মতো। সব মানুষের স্টেশনে তা থামে। সমস্যা হচ্ছে আমরা অনেকেই তা মিস করি।
১৪. টাকার পেছনে ছুটে স্বাস্থ্য নাশ করে তা পুনরুদ্ধারে সে উপার্জিত অর্থ খরচ করার কোনো মানে নেই।
১৫. ‘খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাবো’, এটা ভেবে আত্মতৃপ্তি পাচ্ছিলাম। এখন মনে হচ্ছে এরচে বড়ো ভুল আত্মতৃপ্তি আর কিছু নেই। কারণ চাইলেও কি আমি কিছু সাথে নিতে পারবো?
(পাদটীকা: ১.বিভিন্নজনের অভিজ্ঞতা/বক্তৃতা থেকে আমার এ বিশ্বাসগুলোর জন্ম। এর মধ্যে বারাক ওবামা, জ্যাক মা, মহামতি দালাইলামা, অপরাহ উইনফ্রে, নেলসন ম্যান্ডেলা যেমন আছেন, তেমন রয়েছেন রিকশা চালিয়ে হাসপাতাল গড়ে তোলা ময়মনসিংহের সাধারণ কিন্তু ‘অসাধারণ’ জয়নাল ভাই।২. পোস্টটি শেয়ার করা যাবে। কপি করলে ক্রেডিট দিলে কৃতজ্ঞ থাকবো।৩. এ সিরিজটি আরো কয়েক পর্ব চালাবো কি না সে ব্যাপারে মতামত দিলে খুব খুশি হবো।)