আজ আমার জন্য খুব আনন্দের দিন।
কারণ অবশেষে বিখ্যাত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর যে মূল অ্যালবামটি আমার কাছে ছিল তা মুক্তিযুদ্ধ যাদুঘরকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।১৯৭১ সালের পহেলা আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শরনার্থীদের সাহায্যে জর্জ হ্যারিসনের উদ্যোগে আয়োজিত কনসার্টের অরিজিনাল অ্যালবাম এটি। এতে আরো অংশ নিয়েছিলেন বব ডিলান, রবিশংকর, ওস্তাদ আলি আকবর খান, রিংগো স্টার, লিয়ন রাসেল,এরিক চ্যাপলান ও বিলি পিটারসনের মতো কিংবদন্তি শিল্পীরা।১৯৭১ সালের ডিসেম্বরে তৎকালীন অ্যাপল রেকর্ডস আমেরিকায় এ কনসার্টের এলবাম বের করে।পরে ১৯৭২ সালে ব্রিটেনে এটি বের করা হয়।এ অ্যালবামে আছে
১.মূল বক্স.
২।মূল ব্রুশিয়ার, যেখানে অংশগ্রহণকারীদের বর্ণনা আছে।
৩.তিনটি লং প্লে। (ইনার স্লিভসহ।)
শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার আমাকে এ ব্যাপারে সাহায্য করেছেন।মুক্তিযুদ্ধ যাদুঘরের অন্যতম ট্রাস্টি জনাব মফিদুল হক মহান মুক্তিযুদ্ধের এ অসাধারণ স্মারকটি যাদুঘরে রাখার প্রস্তাব গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন।তাঁদের প্রতি অনেক শ্রদ্ধা।একই সাথে কৃতজ্ঞতা আমার বোন রেহানা সুলতানার প্রতি, যে অতি যত্নে আমেরিকা থেকে এটি বহন করে এনেছিলো।