গল্পচ্ছলে পাঠককে আটকে রাখার দক্ষ কারিগর বাদল সৈয়দ

গল্পচ্ছলে পাঠককে আটকে রাখার দক্ষ কারিগর বাদল সৈয়দ – দৈনিক আজাদী

কথা সাহিত্যিক বাদল সৈয়দ জন্মজয় উপন্যাসের মাধ্যমে পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখেন। বইটি পড়া শুরু করলে শেষ করার আগে কোন পাঠকই বইটি ছাড়তে পারবেন না। ছোট ছোট বাক্যে গল্পোচ্ছলে পাঠককে এভাবে আটকে রাখার ক্ষেত্রে দক্ষ কারিগরের মতো হাত পাকিয়েছেন বাদল সৈয়দ। তিনি কবি হিসেবে সমাদৃত হলেও উপন্যাস রচনায়ও অত্যন্ত দক্ষতার স্বাক্ষর রেখেছেন। গতকাল কবি বাদল সৈয়দের উপন্যাস জন্মজয় এর পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে জন্মজয় উপন্যাসের পাঠ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে গ্রন্থ বিপনী ‘বাতিঘর’। অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক হরিশংকর জলদাস, আইপিডিসি-প্রথম আলো শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষক, আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিক উল্লাহ, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাতিঘর-এর স্বত্বাধিকারী দিপংকর দাশ। সংস্কৃতি কর্মী নাহিদ নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডা. অঞ্জনা দত্ত, পারভিন আক্তার ও বইটির অগ্রিম অর্ডার কর্মসূচি পরিচালনাকারী প্রতিষ্ঠান অনেস্ট-এর প্রধান নির্বাহী মনিরুল হক অপু অনুভূতি ব্যক্ত করেন। লেখক বাদল সৈয়দ উপন্যাসটির বিভিন্ন দিক তুলে ধরে অনুভূতি ব্যক্ত করেন।