আমি অযথা যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে মানুষকে সজাগ করতে চেয়েছি ‘জলের উৎস’ উপন্যাসের মাধ্যমে। মানুষ পরাশক্তিধর রাষ্ট্রনায়কদের ক্ষমতায় পাঠায় গোলাপ চাষের জন্যে, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্যে। কিন্তু তারা মারণাস্ত্র আর মিসাইল তৈরি করে।
চট্টগ্রাম: আমি অযথা যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে মানুষকে সজাগ করতে চেয়েছি ‘জলের উৎস’ উপন্যাসের মাধ্যমে। মানুষ পরাশক্তিধর রাষ্ট্রনায়কদের ক্ষমতায় পাঠায় গোলাপ চাষের জন্যে, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্যে। কিন্তু তারা মারণাস্ত্র আর মিসাইল তৈরি করে। এ বিষয়টি আমাকে ব্যথিত করে। বিশ্ব প্রেক্ষাপটে মা-বাবা-সন্তানের পারিবারিক ভালোবাসার চূড়ান্ত মেরুকরণের চেষ্টাই জলের উৎস উপন্যাসের মূল উপজীব্য।
অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ উপলক্ষে বাতিঘর থেকে প্রকাশিত ‘জলের উৎস’ উপন্যাসের জনক বাদল সৈয়দ সোমবার (২৫ জানুয়ারি) এভাবেই বাংলানিউজকে অকপট স্বীকারোক্তি দিলেন। এটি তার দ্বিতীয় উপন্যাস।
উপন্যাসের কাহিনিটা এ রকম-বিধ্বংসী মারণাস্ত্র আছে অজুহাত তুলে ইরাক আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নুরুল আলম এ সাজানো অভিযোগের বেলুন ফুটো করে সাক্ষাৎকার দিলেন ওয়াশিংটন পোস্ট পত্রিকায়। বিপাকে পড়লো মার্কিন সরকার। জাতিসংঘের তহবিলের সিংহভাগের জোগানদাতা রাষ্ট্রটি নাখোশ হওয়ার পরও নুরুল আলম নিজের অবস্থান পরিবর্তন করেন না। সত্য বলার দায় নিয়ে পদত্যাগ করেন বাংলাদেশের কৃতী সন্তানটি। এরপর দেশে ফিরেই বিমানবন্দর থেকে নিখোঁজ হন। তার মার্কিন যুক্তরাষ্ট্র-প্রবাসী মেয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইজাবেল। বাবাকে খুঁজতে এসে তিক্ত অভিজ্ঞতা হয় তার।
থ্রিলারের মতোই টানটান কাহিনির উপন্যাসটি আন্তর্জাতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্রে রেখে রচিত হলেও মূলত বাবা ও মেয়ের অসামান্য ভালোবাসার গল্পই রচনা করেছেন বাদল সৈয়দ।
বাদল সৈয়দের আসল নাম সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। জন্ম ১৯৬৮ সালে, চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর। চট্টগ্রাম কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার তিনি। এর আগে সাড়া জাগিয়েছিলেন নিজের সন্তান জন্ম দিতে দৌড়ঝাঁপ, আনন্দ আর শিহরণ জাগানো ঘনঘটায় লেখা প্রথম উপন্যাস ‘জন্মজয়’ বের করে।
বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ বাংলানিউজকে জানান, এবার একুশে গ্রন্থমেলাকে লক্ষ্য করে দেড় ডজনের বেশি বই প্রকাশের উদ্যোগ নিয়েছি আমরা। এটি ২০১৬ সালে প্রকাশিত আমাদের দ্বিতীয় বই। বইটির ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। এমনকি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও বিক্রি হচ্ছে।
‘জলের উৎস’ উপন্যাসটির প্রচ্ছদ করেছেন শিবু কুমার শীল। বইটির দাম মাত্র ১২০ টাকা।