কেন আমরা কোচিং চালু করলাম।

উত্তর- আমাদের অনেকেই প্রশ্ন করেন, আমরা তরুণদের জন্য বিভিন্ন কোচিং চালু করলাম কেন?সহজ উত্তর হচ্ছে, এটি আসলে জ্ঞানের সমবন্টনের চেষ্টা মাত্র।আমাদের দেশে শিক্ষার লেভেল প্লেয়িং ফিল্ড নেই।বড়ো বড়ো শহরে তরুণেরা যে শিক্ষার সুযোগ পায়, যে শিক্ষক পায়, তা প্রত্যন্ত অঞ্চলে যারা বাস করে তারা পায় না। কিন্তু এটা পাওয়া তাদের অধিকার।তাই আমরা দেশের সেরা মানুষদের একই প্লাটফর্মে এনে তাদের শিক্ষার এ অধিকার কিছুটা হলেও নিশ্চিত করার চেষ্টা করছি।এ জন্যই ‘মার্চ ফরোয়ার্ড’ এর জন্ম।এটা আসলে গতানুগতিক কোচিং প্লাটফর্ম নয়, এটা ‘লাইফ কোচিং প্লাটফর্ম।’আমরা চাই দূর্গম পাহাড়ি এলাকার ছেলে কিংবা মেয়েটিও যাতে সেরা শিক্ষা বা শিক্ষকের দেখা পায়।ইট’স আ মিশন।জ্ঞান ছড়ানোর মিশন।

#আসুনমায়াছড়াই