এমনও সময় আসে যখন-
১. নিজের নিঃশ্বাসও প্রাণহরণকারী হতে পারে।
২. ইচ্ছে করলেও বাচ্চাকে চুমু খাওয়া যায় না।
৩. নিজের দুহাত সবচে ভয়ংকর শত্রু হতে পারে।
৪. মাকে যখন তখন জড়িয়ে ধরা যায় না।
৫. এমন মৃত্যুও হতে পারে একই শহরে থাকার পরও স্বজনরা দাফনে অংশ নিতে পারেন না।
৬. বখাটে তরুণ বলে যাদের অবজ্ঞা করেছি তাদের কাঁধেই আমার খাটিয়া উঠতে পারে।
৭. ব্যাংকে কোটি টাকা থাকার পরও চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সে মরণ হতে পারে।
৮. অক্সিজেন আসলে অনেক মূল্যবান।
৯.জীবানুর প্রবেশ করতে পারে না এমন কোনো জায়গা নেই। নো অফ লিমিট ফর ভাইরাস।
১০.শরীর যত নাদুসনুদুস বিপদ ততো বেশি।
১১.সীমান্তের বাইরে হাসপাতাল থেকে লাভ নেই যদি নিজের দেশে তা ঠিকভাবে না থাকে।
১২. উপরে মানুষ ভিন্ন, কিন্তু তাকে আক্রমণ করা জীবানু এক ও অভিন্ন।
১৩. নিজে নেই হয়ে গেলে রেখে যাওয়া পরিবারের পাশে সারাজীবন যাদের বিশ্বাস করেছি তারাও থাকে না।
১৪. বেশির ভাগ বন্ধুত্ব টিকে যতদিন আমার স্বচ্ছলতা থাকে, এরপর কেউ ফোনও রিসিভ করেনা।
১৫. মিতব্যয়ী বন্ধুদের কিপটে বলে গালি দিয়েছি, আসলে তারাই বুদ্ধিমান।
১৬. সবচে বড়ো ভুল ছিল, কম্বলের বাইরে পা বাড়ানো। সেটা না করলে এ বিপদে কাজে লাগতো।
১৭. পুণর্মিলনী আসলে একটি নাটক, যা কেবল সুসময়ে অভিনীত হয়, বিপদে সে নাটকের পর্দা উঠে না।
১৮। ছোট পরিবার, একা থাকবো, আরামে থাকবো বলে যুথবদ্ধ থাকার নিরাপত্তা আমরাই নষ্ট করেছি।
১৯. নিয়োগকর্তার পিঠ চাপড়ানো ছিল আমার আরো কিছু বেশি রক্ত নিংড়ে নেওয়ার কৌশল , এর বেশি কিছু না।
২০. একশো বছর ধরে লাভ করলেও ব্যবসায়ীরা দূর্যোগে কর্মীদের এক মাসেরও বেতন
দিতে পারেন না।
যা শিখিনি—–শরীর পচে গলে যাওয়া মুহূর্তের অপেক্ষা মাত্র, কিন্তু লোভ ছাড়তে পারলাম না। পারবোও না।#আসুনমায়াছড়াই (লেখাটি শেয়ার করা যাবে।)